ক্যান্সারের বিরুদ্ধে পটিয়ার এক মায়ের সংগ্রাম: এগিয়ে আসুন তাঁর সাহায্যে!
চট্টগ্রামের পটিয়া উপজেলার হুলাইন গ্রামের ৪৩ বছর বয়সী নারগিস বেগম, দুই সন্তানের জননী। ৯ মাস ধরে স্তন ক্যান্সারের মরণব্যাধির সাথে লড়ছেন এই মা। ভাগ্যের নির্মম পরিহাসে পিত্তথলিতেও পাথর। আট সাইকেল কেমোথেরাপি ও অপারেশনের পরও ক্যান্সার কোষ রয়ে গেছে, তাই আবারও প্রয়োজন কেমোথেরাপি, রেডিওথেরাপি ও পিত্তথলির পাথরের অপারেশন। এই সংগ্রামী মায়ের চিকিৎসায় প্রয়োজন আরও ৮-১০ লাখ টাকা। কিন্তু পরিবার আজ নিঃস্ব, টাকার অভাবে চিকিৎসা বন্ধ! আপনার সামান্য সাহায্য বাঁচাতে পারে একটি মায়ের জীবন, একটি সংসার, একটি ভবিষ্যৎ।