
ক্যাম্পেইন ব্যানার
সবুজ স্বপ্নে বিনিয়োগ করুন, আগামীর পৃথিবী গড়তে এগিয়ে আসুন!
শিক্ষার্থীদের হাত ধরে সবুজ ভবিষ্যৎ
আমাদের পৃথিবী আজ এক কঠিন সংকটের মুখে, আর এই সংকট থেকে মুক্তির অন্যতম উপায় হলো বৃক্ষরোপণ। গাছ শুধু আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য অক্সিজেনই দেয় না, বন্যা ও ভূমি ক্ষয় রোধ করে এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখতেও crucial ভূমিকা রাখে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যৎ প্রজন্মকে এই পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে হলে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। ছোটবেলা থেকেই যদি তারা গাছের গুরুত্ব অনুধাবন করতে পারে এবং বৃক্ষরোপণে উৎসাহিত হয়, তবেই গড়ে উঠবে এক সবুজ ও টেকসই পৃথিবী।
বিশেষ করে, গ্রামীণ এলাকায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। গ্রামের পতিত জমি বা রাস্তার ধারে গাছ লাগিয়ে একদিকে যেমন আমরা পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে পারি, তেমনি ফলজ গাছ লাগিয়ে গ্রামীণ অর্থনীতিকেও শক্তিশালী করতে পারি। এই মহৎ উদ্যোগে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ তাদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করবে এবং তারা একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ার কারিগর হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।
এই লক্ষ্যকে সামনে রেখে, আমরা ৫০০ জন শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দিতে চাই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিদের মাধ্যমে এই চারাগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে, যাতে তারা নিজ হাতে চারা রোপণ করে এই সবুজ বিপ্লবের অংশ হতে পারে।
আসুন, আমরা সবাই মিলে এই ক্রাউডফান্ডিং কর্মসূচিতে অংশ নিই এবং আমাদের শিক্ষার্থীদের হাতে তুলে দিই সবুজ ভবিষ্যতের চাবিকাঠি। আপনার সামান্য অবদানও একটি বড় পরিবর্তনে সাহায্য করবে।।
বিতরণে সম্ভাব্য গাছের নাম:
• নিম গাছ
• আতা ফল গাছ
সম্ভাব্য শিক্ষা প্রতিষ্ঠান:
- ১.ছদাহা কে. ক. উচ্চ বিদ্যালয়।
- ২. ছদাহাকেঁওচিয়া উচ্চ বিদ্যালয়।
- ৩. ছদাহা মডেল হাইস্কুল।
- ৪.আফজলনগর এস. ডি. এফ) দাখিল মাদরাসা।
- ৫. ছদাহা আদর্শ মহিলা দাখিল মাদরাসা।
- ৬.ছদাহা মোহাম্মদীয়া খাইরিয়া আলিম মাদরাসা।
সহযোগিতা পাঠাতে

বিকাশ (পার্সোনাল) : 01851544567
একটি গ্রামের স্কুলে ৫০০ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হলো গাছের চারা। তারা প্রত্যেকে নিজ হাতে চারা রোপণ করল বাড়ির আঙিনায়, রাস্তার ধারে কিংবা পতিত জমিতে। ছোট ছোট হাতগুলো গড়ে তুলল এক সবুজ স্বপ্নের ভিত্তি—যেখানে প্রতিটি গাছ ভবিষ্যতের আশার প্রতীক।
নজির আহমেদ ফাউন্ডেশন েএই ইভেন্টে স্পন্সর ও আয়োজন করেছে। কোর্ডিন্টের ছিলেন আহসানুল কবির এহসান।
কো-অর্ডিনেটর

আহসানুল কবির এহসান
পরিবেশ সচেতন ও সমাজকর্মী

এনএম নাসির উদ্দিন
সমাজ সংগঠক ও রাজনীতিবিদ