শিক্ষার্থী সাফা

শিক্ষা

সাফা মারওয়ার স্বপ্ন: শিক্ষার আলোয় গড়তে চান আগামী

৳5,800 পেয়েছি
দরকার: ৳5,700 • 1 জন দিয়েছেন।
100%

আসুন, আমরা সবাই মিলে সাফা মারওয়ার স্বপ্ন পূরণে হাত বাড়াই। চট্টগ্রামের সাতকানিয়ার ছদাহা ফজুর পাড়ার মেয়ে সাফা মারওয়া, ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর একজন মেধাবী ছাত্রী। তার চোখে এক উজ্জ্বল ভবিষ্যৎ এর স্বপ্ন – বড় হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করা, সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হওয়া।

 

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে, সাফার পরিবার আজ আর্থিক সংকটের ঘূর্ণাবর্তে হাবুডুবু খাচ্ছে। তার বাবা, আবদুল আলম, অক্লান্ত পরিশ্রম করেও পরিবারের ভরণপোষণ যোগাতে হিমশিম খাচ্ছেন। এই কঠিন পরিস্থিতিতে সাফার বই কেনা এবং পড়াশোনা চালিয়ে যাওয়া দুরূহ হয়ে পড়েছে। আর্থিক কষ্টের কারণে তার শিক্ষা জীবন আজ হুমকির মুখে।

 

সাফা জানায়, "আমি অনেক চেষ্টা করেও আমার পড়াশোনা নিয়ে সন্দিহান ছিলাম, কারণ আর্থিক অসচ্ছলতার কারণে শিক্ষা কার্যক্রমে বাধা সৃষ্টি হচ্ছে।"

 

তবে সাফা হার মানতে নারাজ। তার স্বপ্ন আকাশছোঁয়া, আর সেই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন আপনাদের সামান্য সহযোগিতা। সাফা বিশ্বাস করে, যদি তিনি প্রয়োজনীয় বই ও আর্থিক সহায়তা পান, তাহলে তার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।

তাই, সাফা মারওয়া সমাজের হৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আকুল আবেদন জানাচ্ছে – তাকে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা দিয়ে তার পাশে দাঁড়ানোর জন্য। আপনাদের সাহায্যই পারে সাফার জীবনকে নতুন আলো দেখাতে, তার স্বপ্নকে সত্যি করতে।

 

সাফার প্রয়োজনীয় শিক্ষা উপকরণের তালিকা:

গাইড: ১৩০০ টাকা

ক্যালকুলেটর: ৫০০ টাকা

জ্যামিতি বক্স: ২০০ টাকা

এক রিল খাতা: ৫০০ টাকা

স্কুল ব্যাগ: ১০০০ টাকা

স্কুল ড্রেস: ১২০০ টাকা

স্কুল জুতা: ১০০০ টাকা

মোট প্রয়োজন: ৫৭০০ টাকা

 

আসুন, আমরা সবাই মিলে সাফার হাতে শিক্ষার আলো তুলে দেই। আপনার সামান্য অনুদান একটি সম্ভাবনাময় ভবিষ্যতের জন্ম দিতে পারে।

 

সাফার পরিচয়:

ছাত্রীর নাম: সাফা মারওয়া

পিতার নাম: আব্দুল আলম

মাতার নাম: তসলিমা আক্তার

ঠিকানা:

বাড়ী: ফজুর পাড়া

গ্রাম: ছদাহা

থানা: সাতকানিয়া

জেলা: চট্টগ্রাম

স্কুলের নাম: ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ স্কুল এন্ড কলেজ।

শ্রেণী: ৮ম

রোল: ০৩

মাতার এনআইডি নং: 7305069325

সহযোগিতা পাঠাতে

নগদ পার্সোনাল : 01829981394

চট্টগ্রামের সাতকানিয়ার ছদাহা ফজুর পাড়ার মেধাবী মেয়ে সাফা মারওয়া। অষ্টম শ্রেণীর এই ছাত্রীর চোখে স্বপ্ন—সেনাবাহিনীর গর্বিত সদস্য হয়ে দেশের সেবা করা। কিন্তু আর্থিক সংকটে তার পড়াশোনা ব্যাহত হচ্ছে; বই, স্কুল ড্রেস, জুতো কেনা দুঃসাধ্য। বাবা আবদুল আলমের অক্লান্ত পরিশ্রমেও পরিবারের হাল ধরা কঠিন। সাফা হার না মানলেও তার স্বপ্ন এখন হুমকির মুখে। মাত্র ৫৭০০ টাকার শিক্ষা উপকরণই পারে তার পথ আলোকিত করতে। আসুন, আমরা সাফার স্বপ্নযাত্রার সঙ্গী হই। 

একাডেমি অব স্কিলস এন্ড নলেজের ব্যবস্থাপনায় নাম প্রকাশে অনিচ্ছুক এক দাতার সহযোগিতায় এই ক্যাম্পেইনের সকল অর্থ প্রাপ্ত হয়েছে। প্রাপ্ত অর্থে সহায় ফান্ডের নিজস্ব টিম দ্বারা দাতার আগ্রহে শিক্ষা সামগ্রী শিক্ষার্থীর বাড়িতে ২১ মে ২০২৫ পৌঁছে দেওয়া হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষার্থীর পরিবার দাতা ও আসক এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বলেছেন,

"এই শিক্ষা উপহার আমার শিক্ষা ও স্বপ্ন পূরণে অনেক সহায় হবেন "


সাফা ও মারওয়ার শিক্ষা সামগ্রীর খরচ:
১. পোশাক ও জুতা:
স্কুল ড্রেস (কাইছারের দোকান, কেরাণীহাট নিউ মার্কেট): ৮৭০ টাকা
জুতা (সু বাজার): ৬৯০ টাকা
২. শিক্ষা উপকরণ:
ব্যাগ, গাইড সহ শিক্ষা উপকরণ (বিকাশ চার্জ সহ): ৩৮১০ টাকা
৩. অন্যান্য খরচ:
নগদ টাকা প্রদান (সেলাই বাবদ): ৩০০ টাকা
প্রিন্ট: ৩০ টাকা
গাড়ি ভাড়া (পণ্য ক্রয় ও শিক্ষার্থীর বাড়ি পৌঁছানো): ১০০ টাকা
মোট খরচ: ৫৮০০ টাকা

লেনদেনের ট্রানজেকশন আইডি 

You have received Tk 5,800.00 from 01883555***. Ref Raihan. Fee Tk 0.00. Balance Tk 00000. TrxID CEK7A75C3F at 20/05/2025 22:35

  • দাতার পক্ষ থেকে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার শর্তে শিক্ষা উপহার প্রদান করা হয়েছে। পরবর্তীতে আরও শিক্ষা উপহার প্রদান করা হবে। যদি প্রত্যাশিত রেজাল্ট করা হয়। 

কো-অর্ডিনেটর

সাইফুল ইসলাম
সাইফুল ইসলাম

সমাজকর্মী

অন্যান্য ক্যাম্পেইন

প্রতিনিয়ত সেবা প্রদান ও মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আমরা অভিজ্ঞতা ও নানা চিত্র ধারণ করছি। তার কিছু প্রতিচ্ছবি এক নজরে দেখুন।

স্বাস্থ্য

ক্যান্সার আক্রান্ত শিক্ষক শহীদুল স্যারের চিকিৎসায় এগিয়ে আসুন (Come forward for the treatment of cancer-stricken teacher Shahidul Sir)

৳2,434,363 পেয়েছি
দরকার: ৳2,500,000 • 0 জন দিয়েছেন।
97%

সাতকানিয়া মডেল হাইস্কুলের জনপ্রিয় শিক্ষক শহীদুল ইসলাম। ২০০৩ সাল থেকেই একই স্কুলে শিক্ষকতা পেশায় কর্মরত আছেন। স্যার ক্যান্সার আক্রান্ত হয়ে বর্তমানে ধানমন্ডিতে চিকিৎসাধীন আছেন। শীঘ্রই ইন্ডিয়ায় উন্নত চিকিৎসার জন্য যাবেন, ইনশাআল্লাহ। স্যারের ব্যয়বহুল চিকিৎসার জন্য প্রয়োজন অনেক অর্থ। স্যারের জন্য আপনার সাহায্যের হাত বাড়ান। সাধ্যমত সহযোগিতা করে এগিয়ে আসুন স্যারের চিকিৎসায়।

ইভেন্ট

উত্তরণ: সবুজ ভবিষ্যৎ, ফলদ বৃক্ষের সাথে!

৳6,000 পেয়েছি
দরকার: ৳6,000 • 1 জন দিয়েছেন।
100%

আমাদের গ্রামের স্কুল শিক্ষার্থী ও বন্ধুদের নিয়ে গঠিত সংগঠন *"উত্তরণ"* । আমরা একটি সুন্দর ও ফলপ্রসূ উদ্যোগ হাতে নিয়েছি। আমরা বিশ্বাস করি, একটি সবুজ পৃথিবী গড়ে তোলার প্রথম ধাপ শুরু হয় আমাদের নিজেদের চারপাশ থেকেই। এই ভাবনা থেকেই আমরা স্থানীয় মানুষ ও প্রতিবেশীদের মাঝে ফলদ ও উপকারী বৃক্ষ বিতরণের সিদ্ধান্ত নিয়েছি।

ইভেন্ট

সবুজ স্বপ্নে বিনিয়োগ করুন, আগামীর পৃথিবী গড়তে এগিয়ে আসুন!

৳25,000 পেয়েছি
দরকার: ৳25,000 • 1 জন দিয়েছেন।
100%

আমাদের পৃথিবী আজ সংকটাপন্ন। এই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতে আমরা বদ্ধপরিকর। আমাদের লক্ষ্য, ৫০০ জন শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেওয়া, যাতে তারা নিজ হাতে চারা রোপণ করে সবুজ ও টেকসই পৃথিবী গড়তে পারে। আপনার সহযোগিতা আমাদের এই মহৎ উদ্যোগকে সফল করবে। আসুন, শিক্ষার্থীদের হাত ধরে সবুজ বিপ্লব ঘটাই!

শিক্ষা

সাফা মারওয়ার স্বপ্ন: শিক্ষার আলোয় গড়তে চান আগামী

৳5,800 পেয়েছি
দরকার: ৳5,700 • 1 জন দিয়েছেন।
100%

আসুন, আমরা সবাই মিলে সাফা মারওয়ার স্বপ্ন পূরণে হাত বাড়াই। চট্টগ্রামের সাতকানিয়ার ছদাহা ফজুর পাড়ার মেয়ে সাফা মারওয়া, ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর একজন মেধাবী ছাত্রী। তার চোখে এক উজ্জ্বল ভবিষ্যৎ এর স্বপ্ন – বড় হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করা, সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হওয়া।

পুনর্বাসন

শিরিন আক্তার: একটি ঘরের জন্য লড়াই

৳130,320 পেয়েছি
দরকার: ৳130,320 • 7 জন দিয়েছেন।
100%

খোর্দ্দ কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে টিনের কাগজের কুঁড়েঘরে পাঁচ সদস্যের পরিবার নিয়ে কষ্টে বাস করেন শিরিন আক্তার। অন্যের ক্ষেতে কাজ করে সংসার চালানো এই মা তার তিন মেয়ের জন্য একটি মজবুত ঘরের স্বপ্ন দেখেন। ইট, সিমেন্ট, টিন বা আর্থিক সাহায্য আপনার হাত বাড়ালে শিরিনের স্বপ্ন সত্যি হতে পারে।

স্বাস্থ্য

অসহায় ইয়াসমিনের পাশে দাঁড়ান, ফিরিয়ে দিন তার সন্তানদের হাসি

৳20,000 পেয়েছি
দরকার: ৳50,000 • 2 জন দিয়েছেন।
40%

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার ছদাহা গ্রামের মেঠো পথের পাশে ছোট্ট কুঁড়েঘরটিতে আজ বিষাদের ছায়া। ইয়াসমিন বেগম, চার সন্তানের মমতাময়ী জননী, রোগের কঠিন কষাঘাতে জর্জরিত। রমজানের শুরু থেকেই তার শরীর ভেঙে পড়তে শুরু করে।