
হাসিনা বেগমের স্বাবলম্বীর গল্প
হাসিনা আক্তার সাতকানিয়ার ছদাহার একজন পরিশ্রমী নারী। দীর্ঘ কর্মজীবনে তিনি অনেক চড়াই উত্রাই পেরিয়েছেন। ২০০৮ সালে তিনি গার্মেন্টসে চাকরি শুরু করেন, সেখানে ২০১৭ সাল পর্যন্ত কাজ করেন। পারিবারিক কিছু সমস্যার কারণে চাকরিটা ছেড়ে দিতে হয়। কিন্তু তাতে তিনি থেমে যাননি। বরং, ২০১৭সালে নিজের বাড়িতেই সেলাইয়ের কাজ শুরু করেন। প্রথমে পুরনো বাংলা মেশিন দিয়ে কাজ শুরু করলেও, এখন তিনি নতুন ডিজিটাল মেশিনে কাজ করছেন। এই কাজে তার প্রধান সহকারী তার মেয়ে। যিনি নিজেও গার্মেন্টসে মেশিন অপারেটর হিসেবে কাজ করেছেন। মা ও মেয়ে মিলে এখন ফ্রগ, থ্রিপিস, পেটিকোট, ব্লাউজ, মেস্কি, স্কুল ড্রেস, জুব্বা সবকিছুই অর্ডার নেন। তবে তাঁর এই নতুন গল্পের পেছনের কারিগর ছিলেন মোহাম্মদ ফোরকান সাহেব। তাঁর পক্ষ থেকে সেলাই মেশিন পেয়ে হাসিনার নতুন গল্প শুরু হয়।