আপনার অনুদিত যাকাত মানুষের জীবন বদলে দিতে পারে, যাদের কোনও বাড়ি নেই তাদের আশ্রয় দেওয়া থেকে শুরু করে, অনাহারে থাকা পরিবারগুলিকে খাওয়ানোর মত মহৎ কাজ করার শক্তি যাকাতে আছে । বসবাসের উপযুক্ত একটি বাড়ি মানুষের স্বপ্ন। জীবনযাপনের অত্যাবশ্যকীয় উপাদান। মহান আল্লাহর অপার নেয়ামত। বাসস্থানের সুব্যবস্থার সঙ্গে পরিবেশ সুরক্ষাসহ অনেক বিষয় জড়িত। আল্লাহতায়ালা পবিত্র কোরআনে বলেছেন, ‘আল্লাহ তোমাকে যা দান করেছেন তাতে তুমি আখিরাতের নিবাস অনুসন্ধান করো। তবে তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেয়ো না। তোমার প্রতি আল্লাহ যেরূপ অনুগ্রহ করেছেন তুমিও সেরূপ অনুগ্রহ করো। আর পৃথিবীতে ফ্যাসাদ করতে চেয়ো না। নিশ্চয় আল্লাহ ফ্যাসাদকারীদের ভালোবাসেন না। (সুরা কাসাস, আয়াত : ৭৭)
মানুষের মৌলিক চাহিদার একটি এই ঘর। প্রাকৃতিক দুর্যোগে অনেকসময় এই স্বপ্নের ঘর চুরমার হয়ে যায়। বাস্তুচ্যুত হয় অনেকেই। সম্প্রতি সাতকানিয়ার ভয়াবহ বন্যায় ছদাহার অনেক মানুষের ঘর ক্ষতিগ্রস্ত হয়। তাঁদের আপন নীড়ে ফিরিয়ে দেওয়ার জন্য চালু করা হয়েছে নীড়ে ফেরা তেইশ নামে কর্মসূচি।
এই কর্মসূচির আওতায় ফুড ব্যাংক টিম তাঁদের সম্পর্কে বিস্তারিত জানাবে। দাতা সরাসরি উপকারভোগীর সাথে যোগাযোগ করে তাঁর অনুদান পৌঁছে দিবেন কিংবা বাড়ি নির্মাণ করে দিবেন। এক্ষেত্রে দাতার চাহিদা অনুসারে ফুড ব্যাংক টিম ও দায়িত্ব প্রাপ্ত স্বেচ্ছাসেবী সর্বোচ্চ সহযোগিতা করতে দায়বদ্ধ।